হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
ফাইল ছবি
স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশানের বাসভবন থেকে রওয়ানা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
বিজ্ঞাপন
তিনি জানান, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কিছু জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় গুলশান-২ এর বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি।
বিজ্ঞাপন
আজ তাকে হাসপাতালে রাখা হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে চেয়ারপারসনের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে।
এমএসি/এসকেডি