প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠালেন জাপা চেয়ারম্যান
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
বুধবার (২৮ এপ্রিল) দুপুর ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেওয়া হয়।
জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, বিরোধী দলীয় উপনেতার এপিএস অ্যাডভোকেট মো. আবু তৈয়ব এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রটোকল অফিসার আবু জাফর রাজুর কাছে ঈদুল ফিতরের শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দিয়েছেন।
এর আগেও ঈদ এবং পহেলা বৈশাখ এবং বিজয় দিবসে জাপার চেয়ারম্যানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড দেওয়ার রীতি প্রচলন রয়েছে।
বিজ্ঞাপন
এএইচআর/জেডএস
বিজ্ঞাপন