রেলের যাত্রী পরিবহন ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং রেলের অপচয়, দুর্নীতি ও অব্যবস্থাপনা বন্ধের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। 

তিনি বলেছেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে। এবার রেলের টিকিটের মূল্যবৃদ্ধি মানুষের জীবনকে আরও অতিষ্ঠ করে তুলবে। পণ্যের পরিবহন ব্যয় বাড়বে, যা সাধারণ মানুষের ওপর বর্তাবে।

শনিবার (৪ মে) এক বিবৃতিতে মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, বড় বড় প্রজেক্টের নামে রেলকে আধুনিকায়ন করার কথা বলা হচ্ছে অথচ এ টাকার যথাযথ ব্যবহার হচ্ছে না। দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদের দৌরাত্ম্যে চলছে। সরকার এদেরই পোষণ করে চলছে। 

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, মানুষ অর্থনৈতিক সঙ্কটে নিপতিত। এর মধ্যে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী। সরকারকে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

জেইউ/এমএসএ