বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা, মুক্তি ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে আসতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা।
শুক্রবার (১০ মে) দুপুর আড়াইটার পর থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা গেছে নেতাকর্মীদের।
বিজ্ঞাপন
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের। আর সভাপতিত্ব করবেন দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন এলাকায় থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন।
এদিকে বিএনপির সমাবেশকে ঘিরে নয়াপল্টনে পুলিশের উপস্থিত লক্ষ্য করা গেছে।
গত বছরের ২৮ অক্টোবর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের পর সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর থেকে দিবসভিত্তিক কিছু কর্মসূচি পালন করে বিএনপির। তবে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে এ বছরের প্রথম সমাবেশ করছে দলটি।
এএইচআর/পিএইচ