অসুস্থ নেতাদের দেখতে হাসপাতালে গেলেন বিএনপির নেতা সালাম
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মানিকগঞ্জ জেলার সহ-সভাপতি খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে দেখতে হাসপাতালে গিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম।
শুক্রবার (১৭ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এই নেতাকে দেখতে যান তিনি। এই সময় বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে ডাবলুর চিকিৎসার খোঁজ-খবর নেন সালাম।
বিজ্ঞাপন
রাজধানীর আরেকটি হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তাকেও দেখতে যান আব্দুস সালাম। চিকিৎসকের কাছে তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
এরপর মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি বজলুর রহমানকে দেখতে তার বাসায় যান সালাম। সেখানে থেকে পিজি হাসপাতালে চিকিৎসাধীন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ ব্যাপারীকে দেখতে যান তিনি এবং চিকিৎসার খোঁজ-খবর নেন।
বিজ্ঞাপন
এএইচআর/এসকেডি