বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন।

শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় কারাফটকে তাকে স্বাগত জানাতে জেলগেটে আসেন অসংখ্য নেতাকর্মী।

হাবিবুর রশিদ হাবিব বলেন, পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এ সরকার। তারা শুধু বিএনপি নেতাকর্মী নয়, দেশের জনগণের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব সবকিছুকে ধ্বংস করেছে। এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের বিকল্প নেই।

গত ১৮ এপ্রিল হাবিবুর রশীদ হাবিব নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে জামিন না মঞ্জুর কারাগারে পাঠিয়ে দেন আদালত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন মামলায় ৬ বছর ৯ মাসের সাজা হয় হাবিবের।

এএইচআর/এসকেডি