বিদেশ ঘুরে লাভ হবে না, প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে খসরু
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না করে বিদেশে ঘুরে চুক্তি করে দেশের লাভ হবে না।
শুক্রবার (২১ জুন) আমেরিকা থেকে প্রায় দেড় মাস পর ঢাকায় পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
আগে মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে হবে বলে উল্লেখ করেন বিএনপির সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, দেশের সবগুলো খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল প্রসঙ্গে এক প্রশ্নে আমির খসরু বলেন, দলের রদ বদলের সাথে আন্দোলনের কোনও সম্পর্ক নাই। এটি সাংগঠনিক প্রক্রিয়ার অংশ।
দল ও দেশের মানুষ সরকারের পরিবর্তনের জন্য সবসময় প্রস্তুত আছে বলে উল্লেখ করেন খসরু।
এএইচআর/পিএইচ