বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস, বয়স এবং স্বাস্থ্য বিবেচনায় উন্নত চিকিৎসার প্রয়োজন। তাই খালেদাকে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও মানবিক পদক্ষেপ। এমনটাই মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি।

মঙ্গলবার (১১ মে) দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, খালেদা জিয়ার জীবন সুরক্ষার প্রশ্নে উন্নত চিকিৎসার বিষয়ে বিদেশে পাঠানোর জটিলতা অবসানে কারাগার থেকে মুক্তি দেওয়াই হবে সরকারের কর্তব্য। দীর্ঘদিনের কারাভোগের যন্ত্রণা থেকে মুক্তি লাভ করে খালেদা জিয়া মানসিকভাবে স্বস্তি অর্জন করবেন এবং তার পরিবার  উন্নত চিকিৎসার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারবেন।

বিবৃতিতে নেতারা আরও বলেন, স্বাধীন দেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসা রাজনৈতিক ও আইনগত কুটচালে বাধাগ্রস্ত হলে তা হবে দেশবাসীর জন্য খুবই মর্মান্তিক। এমন পরিস্থিতিতে সরকার অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সব ধরনের অনিশ্চয়তা, আশংকা ও উদ্বেগের অবসানে যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে। 

এইউএ/এমএইচএস