স্বাস্থ্য মন্ত্রণালয়ে সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাপ। 

দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং মহাসচিব গোলাম মোস্তফা বলেন, সচিবালয়ের মতো একটি সুরক্ষিত জায়গায় একজন নারী সাংবাদিককে এভাবে ৫ ঘণ্টা বন্দি রেখে নির্যাতন একটি লজ্জাজনক অধ্যায় এবং মধ্যযুগীয় বর্বরতার শামিল। এ ঘটনা স্বাধীন গণমাধ্যমের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়।  অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই এবং দুর্নীতির আখড়ায় পরিণত হওয়া এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবের পদত্যাগ দাবি করছি।

মঙ্গলবার (১৮ মে)  দুপুরে এক যুক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তারা। 

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে রোজিনা ইসলাম কাজ করছেন বলে উল্লেখ করে ন্যাপের শীর্ষ এই দুই নেতা বলেন, তিনি তার প্রতিবেদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে এনেছেন। করোনাকালীন জনগণের স্বাস্থ্য অধিকার রক্ষায় মন্ত্রণালয়ের দুর্বলতাগুলোও তার প্রতিবেদনে পরিষ্কারভাবে উঠে এসেছে। এসব প্রতিবেদন নিঃসন্দেহে স্বাস্থ্যখাতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমন একজন সাংবাদিককে পেশাগত কাজের সময় এভাবে আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একজন সাংবাদিককে পেশাগত কাজের সময় এভাবে আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে দাবি তারা আরও বলেন, রোজিনাকে আটকের এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে একটি অত্যন্ত বাজে দৃষ্টান্ত স্থাপন করবে, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

এএইচআর/এসএম