বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র আজ নিখোঁজ হয়ে যাচ্ছে। গণতন্ত্র পরাজিত হচ্ছে ধর্মান্ধতা, কর্তৃত্ববাদ ও ফ্যাসিবাদের কাছে। ক্ষমতায় যারা থাকছে, তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্যে মানুষ হত্যা করছে।

বুধবার (২৬ মে) রাতে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, সরকার দেশে সাম্প্রদায়িকতার বীজ বপন করছে। পার্শ্ববর্তী দেশে যে সাম্প্রদায়িকতার উত্থান হয়েছে, তা নিয়ে এসে তারা বাংলাদেশে ঢুকিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িকতা বাংলাদেশে ঢুকিয়েছে বলেই আজ দেশে ২৬ মার্চের ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার, গুম ও নির্যাতন শুরু হয়েছে। দেশে সাম্প্রদায়িক যা কিছু হচ্ছে, সম্পূর্ণভাবে তার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ সরকার। 

তিনি বলেন, আজ বুদ্ধ পূর্ণিমা। অনেকে বলেছেন, এটা হচ্ছে সমগ্র পৃথিবীকে আলোকিত করার একটি রাত। আমরাও আশা করি আগামী দিনগুলোতে দেশের সব মানুষ ঐক্যবদ্ধ হবে। ঐক্যবদ্ধ হবে একটি জায়গায় এসে যে, আমরা অন্ধকারকে দূর করব।

অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বৌদ্ধ সম্প্রদায়কে এই পবিত্র দিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া। এছাড়াও বক্তব্য রাখেন খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সভাপতিত্বে সুভাষ চন্দ্র চাকমার সঞ্চালনায় ভার্চুয়াল আলোচনায় বক্তব্য রাখেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুস সালাম, গৌতম চক্রবর্তী, অমলেন্দু দাশ অপু, জন গোমেজ, মনিষ দেওয়ান, সুশীল বড়ুয়া, সনত তালুকদার, অধ্যাপক জয়ন্ত বড়ুয়া, পার্থ প্রতিম বড়ুয়া প্রমুখ।

এএইচআর/আরএইচ