রমজানে হোটেল বন্ধ ও বাজার নিয়ন্ত্রণের আহ্বান হেফাজতের
রমজানে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।
শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি গাজা, সুদান, সাহেলসহ বিশ্বের মাজলুম মুসলিম জনগোষ্ঠীর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। চলুন এই পবিত্র মাসে আমরা মানবিক হই এবং ন্যায় ও শান্তির পৃথিবী গড়তে একসঙ্গে এগিয়ে চলি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে হেফাজত মহাসচিব বলেন, কোরআন নাজিলের এই মাসে কোরআনবিরোধী সব অপকর্ম বন্ধ করতে হবে। সুদ, ঘুষ, জিনা ও ব্যভিচার প্রতিরোধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অশ্লীলতা, বেহায়াপনা ও পর্নোগ্রাফি বন্ধের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, রমজানে বাজার মনিটরিং জোরদার করতে হবে, যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। সিন্ডিকেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং মুনাফাখোরদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের স্বস্তি নিশ্চিত করতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল কার্যক্রম বাড়াতে হবে এবং তা ঈদের আগের দিন পর্যন্ত চালু রাখতে হবে।
রমজানের প্রকৃত উদ্দেশ্য স্মরণ করিয়ে সাজিদুর রহমান বলেন, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস রমজান মুমিনের জন্য সুসংবাদ নিয়ে আসে। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে এ সময় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়, যা নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ায়। অথচ পৃথিবীর বিভিন্ন দেশে রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে দেওয়া হয় এবং বাজার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমি মনে করি, বর্তমান সরকার জনগণের সরকার। তাই তারা জনগণের কষ্ট লাঘবে সচেষ্ট থাকবে। রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও দরিদ্র জনগোষ্ঠীর স্বস্তি নিশ্চিত করতে মাসজুড়ে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
এমএসএ