সরকারকে ছুড়ে ফেলতে হবে : ডা. জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘সরকারকে ছুড়ে ফেলতে হবে। নতুন সুশাসনের সরকার প্রতিষ্ঠা করতে হবে, এটাই আমাদের কাজ।’
শনিবার (২৯ মে) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
বিজ্ঞাপন
রাজনীতিক আবদুস সালামের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ‘গণতন্ত্র ও গণমানুষের সরকার প্রতিষ্ঠা কোন পথে?’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণসংহতি আন্দোলন। এতে সভাপতিত্ব করেন দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।
উপস্থিত নেতাদের উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, ‘সব রাজনৈতিক দল মিলে এই ফ্যাসিস্ট সরকারের পতন করতে হবে, আপনাদের কাছে এটি আমার অনুরোধ।’
ছাত্র অধিকার পরিষদের গ্রেফতার নেতাকর্মীদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘৫৪ জন ছাত্র এখনও জামিন পাননি। তাদের পয়সা খরচ করতে হয়। এটা কেন তাদের করতে হবে। তারা তো আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য কারাগারে আছেন।’
স্বাস্থ্যমন্ত্রীর বিচার দাবি করে ডা. জাফরুল্লাহ বলেন, ‘মন্ত্রণালয়ের পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার অধিকার তাকে কে দিয়েছে। মন্ত্রণালয়ের পয়সা দিয়ে বিভাগের বিজ্ঞাপন কেন? এটি কি প্রধানমন্ত্রীর চোখে পড়েনি? এটি তো দুর্নীতির বড় প্রমাণ। আমাদের দুদক কী করছে, বিচারপতিরা কী করছেন?’
সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমরা কি লড়াই করছি মার্কা পরিবর্তনের জন্য? এই সরকার গেলে কারা আসবে? এই প্রসঙ্গ থেকে বের হয়ে এসে নতুন বিকল্প, নতুন গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামোর বিকল্প হাজির করতে হবে।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘গত ৫০ বছরে আমরা সবচেয়ে বন্ধ্যা সময় অতিক্রম করছি। বিরোধী দলগুলো এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। দুর্বল করে রাখার পেছনে সরকারের ভূমিকা আছে। এই দুর্বলতা অতিক্রম করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
এসময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রমুখ।
এএইচআর/আরএইচ