ক্ষতিপূরণসহ দায়ীদের শাস্তির দাবি
সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক
রাজধানীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি সোমবার (৩ মার্চ) রাতে এক বিবৃতিতে বলেন, রাজধানীর শাহজাদপুরে আবাসিক সৌদিয়া হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৪ জন নিহত এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রকাশ্য দিবালোকে এভাবে একটি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৪ জন মানুষ মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি আশা করি সরকার এ দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং ভবিষ্যতে যাতে আর কখনো এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে না পারে সে জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন আমি তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য আল্লাহর কাছে তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি। আল্লাহ তাদের পরিবারের বিরাট শোক সহ্য করার তাওফিক দান করুক।
বিজ্ঞাপন
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবার-পরিজনদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
জেইউ/এআইএস