বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৪ মার্চ) রাজধানীর বনানীতে দলটির ইফতার মাহফিল আয়োজন করা হয়। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদেশি কূটনীতিকদের সম্মানে রাজধানীর বনানীতে জাতীয় নাগরিক পার্টি উদ্যোগে একটি ইফতার আয়োজন করা হয়। এতে ২৭টি দেশের মিশন প্রধান উপস্থিত ছিলেন।

ইফতারে অংশ নেন আর্জেন্টিনা, তুরস্ক, ফিলিস্তিন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিংগাপুর, সাউথ কোরিয়া, জার্মানি, চীন. ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, স্পেন, নেপাল, ডেনমার্ক, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, কসোভো, নেদারল্যান্ডস, কানাডা, জাপান,  শ্রীলঙ্কা ও রাশিয়ার রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা।

এমএসআই/এআইএস