আ. লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুর রহমান সিরাজ আর নেই
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ মারা গেছেন।
সোমবার (৫ মে) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বেশ কয়েক দিন লাইফ সাপোর্টে ছিলেন।
বিজ্ঞাপন
তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার ছেলে পরশ রহমান রাফসানজানী (পরশ হাওলাদার)।
বিজ্ঞাপন
পরশ রহমান রাফসানজানী ফেসবুকে লেখেন, আমার পিতা আপনাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা, সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সিরাজ আমাদের মাঝে নেই। আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমার বাবার জন্য তার আত্মার মাগফিরাত কামনা করছি।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ১৯৬৯ এ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য, দপ্তর সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, এরপর সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে ২০২২ সাল আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
এমএসআই/এআইএস