রাষ্ট্র সংস্কার আন্দোলন
দেশি-বিদেশি ষড়যন্ত্রে গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না
দক্ষিণ এশিয়ায় যুদ্ধপরিস্থিতি ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশকে কোনোভাবেই জড়িয়ে ফেলা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রে বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টা চলছে। এ প্রেক্ষাপটে একটি সংস্কার কেন্দ্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন করতে হবে।
শুক্রবার (৯ মে) রাজধানীর পল্টন মোড়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।
বিজ্ঞাপন
হাসনাত কাইয়ূম বলেন, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন তারা আর ফিরে আসতে না পারে। ভবিষ্যতে কেউ যেন তাদের মতো জুলুমবাজ ও পাচারকারী দলে পরিণত হতে না পারে সেজন্যই বিচার এবং আইনি সংস্কার অপরিহার্য।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার এমনভাবে করতে হবে যেন কোনো সরকার বা আদালত তা বাতিল করতে না পারে। একইসঙ্গে সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচন একসঙ্গে আয়োজন করাই হবে সবচেয়ে টেকসই পথ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দলের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, বাংলাদেশ এখন এক গভীর ষড়যন্ত্রের মুখে। আমাদের অর্থনীতি, রাজনীতি ও সামাজিক নিরাপত্তা চরম ঝুঁকিতে। দেশকে কোনোভাবেই বিদেশি শক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেওয়া যাবে না। আগে জনগণের জান, জবান ও সম্মানের অধিকার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার সম্পন্ন করাও এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদার। আরও বক্তব্য দেন দলের নির্বাহী কমিটির সদস্য নাইমুল ইসলাম নয়ন, জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসিরউদ্দীন, ফরিদুল ইসলাম, সামিউল আলিম রাশু, আব্দুল জলিল, ছাত্র আন্দোলনের আহ্বায়ক লামিয়া ইসলাম, ঢাকা দক্ষিণ কমিটির দপ্তর সমন্বয়ক সারোয়ার আলম ও ভূমিহীন আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জিয়াউল ইসলাম সুমন।
এমএইচএন/এসএসএইচ