আমলা ও আমলানির্ভর এই সরকার চরম বেপরোয়া ও বাড়াবাড়ি আচরণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা।

রোববার (৬ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ সালের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি নিয়ে রিপোর্ট করার কারণে আমলা ও আমলানির্ভর সরকারের হাতে চরম হেনস্তার শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। আমলাদের বাড়াবাড়ি ও বেপরোয়া আচরণের শিকার হয়েছেন অনলাইন পত্রিকা বাংলা ট্রিবিউনের সাংবাদিক এবং খাবার চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করা ফরিদ আহমেদ। আমলা ও আমলানির্ভর এই সরকার চরম বেপরোয়া ও বাড়াবাড়ি আচরণ করছে।

তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছয় ঘণ্টা সাংবাদিক রোজিনাকে যারা আটকে রেখে অপদস্থ করেছেন, তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম ‘এখন এক কোটি দেব, পরে আরও পাবেন’, ‘৩৫০ কোটি টাকার জরুরি কেনাকাটায় অনিয়ম’, ‘পড়ে আছে জীবন রক্ষাকারী সামগ্রী’, ‘কিটের ঘাটতি নিয়ে দুই রকমের তথ্য’, ‘উৎপাদনের নয়, রাশিয়ার সঙ্গে চুক্তিটি গোপনীয়তার’ শিরোনামে নানা রিপোর্ট করে স্বাস্থ্যখাতের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন। এসব কারণেই আমলানির্ভর সরকারের হাতে রোজিনা ইসলাম চরম হেনস্তার শিকার হন জানিয়ে তার মামলা প্রত্যাহারের দাবি জানান এই সংসদ সদস্য।

আলোচনায় অংশ নিয়ে বিএনপির আরেক সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার। চীন ও রাশিয়া ভ্যাকসিন দেওয়ার প্রস্তাব নিয়ে প্রথমে এসেছিল। তারা ট্রায়াল দিতে চেয়েছিল। কিন্তু আমরা তাদের ট্রায়ালের অনুমতি দেইনি। তাদের প্রস্তাব সেই সময় গ্রহণ করলে এখন আমাদের ভ্যাকসিনের সঙ্কট হতো না।

তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার। যে কারণে ভ্যাকসিন নিয়ে চীনের সঙ্গে কথা হলেও ভ্যাকসিন পাব কি-না তা অনিশ্চিত। আশা করব এই অবস্থা থেকে পরিত্রাণে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে।

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চোখ নষ্ট হয়ে গেছে। আমি ঠাকুরগাঁওবাসীকে প্রস্তাব দিয়েছিলাম যে তাকে ভালো ডাক্তার দেখান, দামি চশমা কিনে দেন। ঠাকুরগাঁয়ের মানুষ প্রস্তাবটা গ্রহণ করেছিলেন ও সুর তুলেছিলেন যে, ওকে ভালো ডাক্তার দেখাও, দামি চশমা কিনে দাও।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, আখেরে চশমাটা কিনলে আপনারই লাভ হতো। নিন্দুকেরা চিৎকার করুক বঙ্গবন্ধুকন্যার অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

আলোচনায় অংশ নেন সরকার দলীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, মহিউদ্দিন খান আলমগীর, তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ। 

এইউএ/এসএসএইচ