ভারতে বিমান দুর্ঘটনায় জাসদের শোক
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় ক্রুসহ ২৪২ জন যাত্রী নিহত হওয়ায় শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।
বৃহস্পতিবার (১২ জুন) জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক শোকবার্তায় এ সমবেদনা জানান।
বিজ্ঞাপন
শোকবার্তায় দলটি বলছে- ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় বিমানটিতে ভারত, যুক্তরাজ্য, পর্তুগালের নাগরিকসহ সব আরোহীর মৃত্যুর গভীর শোক প্রকাশ এবং নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিবৃতিতে এই মর্মান্তিক বিয়োগান্তক ঘটনায় শোকাহত ভারতবর্ষ, যুক্তরাজ্য, পর্তুগালের জনগণের প্রতি সহমর্মিতা জানানো হয়।
বিজ্ঞাপন
এর আগে বৃহস্পতিবার দুপুরে সেখানকার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে বিমানটি রওনা দেয়। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানে যে ২৪২ আরোহী ছিলেন তাদের মধ্যে ২৩০ জন ছিলেন সাধারণ যাত্রী। আর বাকি ১২ জন ছিলেন ক্রু। এ ঘটনায় বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।
বিমানটিতে করে যুক্তরাজ্যে যাচ্ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক।
এমএম/এমএন