এনসিপির ৬ষ্ঠ সাধারণ সভা : আসতে পারে গুরুত্বপূর্ণ ঘোষণা
দেশের চলমান বিভিন্ন ইস্যু নিয়ে ৬ষ্ঠ সাধারণ সভায় বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। বৈঠক থেকে দলের বিভিন্ন ইস্যুতে ঘোষণা আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের।
শুক্রবার (২০ জুন) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা বৈঠকে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এনসিপি সূত্রে জানা যায়, বৈঠকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির নিবন্ধন, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, আওয়ামী লীগের বিচার, সংস্কার প্রক্রিয়াসহ চলমান ইস্যু নিয়ে আলোচনা হবে। এছাড়া সাম্প্রতিক সময়ে এনসিপির এক নেতার কলরেকর্ড ফাঁসের ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্নের বিষয় নিয়েও আলোচনা হবে। বৈঠক থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এমএসআই/এমএন