ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস স্থাপন চুক্তির সব তথ্য প্রকাশ করতে হবে
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে হেফাজতে ইসলাম। সোমবার (২৮ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন দলটির মহাসচিব শায়েখ সাজেদুর রহমান।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সঞ্চালনায় আয়োজিত বৈঠকে একটি যৌথ প্রস্তাবনায় বলা হয়, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন সংক্রান্ত চুক্তির সব তথ্য জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং তা নিয়ে জাতীয় পর্যায়ে খোলামেলা আলোচনা হওয়া প্রয়োজন।
বিজ্ঞাপন
এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান জানিয়েই আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যক্রম পরিচালিত হওয়া উচিত। ঢাকায় জাতিসংঘের এ ধরনের কার্যালয় স্থাপন নিয়ে আমাদের আরও গভীরভাবে ভাবা প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের সার্বভৌমত্ব ও সাংবিধানিক সীমারেখা বিবেচনায় নিয়েই জাতিসংঘের যেকোনো কার্যক্রম পরিচালনা করতে হবে। না হলে তা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, মানবাধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় বাস্তবতা ও জনগণের মতামত উপেক্ষা করে কোনো কার্যক্রম গ্রহণ গ্রহণযোগ্য নয়।
বৈঠকে আরও বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আব্দুর রব ইউসুফি, মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি হারুন ইজহার, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মীর ইদরিস নদভী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম আবরার ও মাওলানা ফজলুল করীম কাসেমী।
বক্তারা জাতিসংঘের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে বিদেশি প্রভাব বিস্তার বন্ধে সরকারের সুস্পষ্ট অবস্থান নেওয়া উচিত।
এমআর/এসএসএইচ