ভাষা সংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে বাসদের শোক
ভাষা সংগ্রামী আহমদ রফিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
শুক্রবার (৩ অক্টোবর) পাঠানো এক শোকবার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, আহমদ রফিক ছিলেন ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক, প্রাবন্ধিক, লেখক ও গবেষক। একই সঙ্গে তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র গবেষক হিসেবেও সুপরিচিত ছিলেন। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, শিক্ষাজীবন থেকে শুরু করে ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধসহ দেশের প্রায় প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আহমদ রফিক সক্রিয় ভূমিকা রেখেছেন। তাঁর প্রগতিশীল চিন্তা-চেতনা ও কর্ম সমাজ পরিবর্তনের আন্দোলনে নেতাকর্মী ও সাধারণ মানুষকে অনুপ্রাণিত করেছে।
বজলুর রশিদ ফিরোজ বলেন, আহমদ রফিকের মৃত্যুতে বামপন্থি আন্দোলন একজন অভিভাবককে হারাল। বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হচ্ছে।
বিজ্ঞাপন
ওএফএ/এআইএস