তোফায়েল আহমেদের মৃত্যুতে লেবার পার্টির শোক
স্থানীয় সরকার কমিশনের চেয়ারম্যান, শিক্ষাবিদ ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বুধবার (৮ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তোফায়েল আহমেদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
শোকবার্তায় ডা. ইরান বলেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ ছিলেন দেশের স্থানীয় সরকার ব্যবস্থার এক অগ্রদূত ও উন্নয়ন চিন্তার অন্যতম পথিকৃৎ। তার গবেষণা, নীতি প্রণয়ন ও অ্যাকাডেমিক অবদান প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার মৃত্যুতে দেশ এক গুণী ও সৎ নাগরিককে হারাল।
তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
বিজ্ঞাপন
এএইচআর/বিআরইউ