জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক করেছি। আড়াই ঘণ্টার বৈঠকে সিইসি দুই ঘণ্টা নিশ্চুপ ছিলেন। এই দুই ঘণ্টা প্রধান নির্বাচন কমিশনার কোনো কথা বলেননি।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শাপলা প্রতীক হিসেবে নিতে আইনি বা রাজনৈতিক বাধা নেই। অদৃশ্য শক্তির হাত রয়েছে। নির্বাচন কমিশন কোনো আইনি বা রাজনৈতিক ব্যাখ্যা দিতে পারেননি, কেন তারা দেবেন না শাপলা। নির্বাচন কমিশনের সামনে পথ দুটি- হয় প্রতীক দিতে হবে নয়তো ধান, সোনালী আঁশ তারা বাদ দিতে হবে। এনসিপি নিবন্ধন মানবে না শাপলা ছাড়া। এই নিয়ে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে।

তিনি বলেন, শাপলা পাওয়ার জন্য গণতান্ত্রিক লড়াই চালিয়ে যাবো। অধিকারের প্রশ্নে আপস হবে না। জল অনেক দূর গড়ানোর আশঙ্কা করছি। শাপলা ছাড়া নিবন্ধনে যাবো না, নিবন্ধন ছাড়া কীভাবে একটি দল নির্বাচনে যাবে?

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের সামনে দুটি পদ্ধতি, দুটি রাস্তা আছে। একটি হলো ধান (ধানের শীষ) বাতিল করা, তারা বাতিল করা, সোনালী আঁশ বাতিল করা অথবা শাপলা দেওয়া। আমরা আশা করি ভাতৃপ্রতিম অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে, আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক। সুতরাং আমরা শাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না। এজন্য আমরা আশাবাদী শাপলা পাবো। সে বিষয়টা আমরা জানিয়ে এসেছি ওনাদের। ওনারা এ বিষয়ে নিশ্চুপ ছিলেন।

তিনি বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান আমাদের ব্যাখ্যা চেয়েছে। আমরা ব্যাখ্যা দিয়েছি। আমরা আজকে সরেজমিনে এসে উনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি। আমরা বলছি যে আমাদের ব্যাখ্যাটা দেন। উনারা দুই ঘণ্টা নিশ্চুপ থেকেছেন। বিগত ইসির মতো পরিস্থিতি বরণের কথাও কমিশন থেকে উত্থাপন করা হয়েছে বলে দাবি করেন এ এনসিপি নেতা।

এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন কমিশনার বললেন যে উনি নাকি মেন্টালি প্রস্তুত, পূর্বে যারা নির্বাচন কমিশনার ছিলেন তাদের মতো পরিস্থিতি বরণ করতে, তিনি মেন্টালি প্রস্তুত রয়েছেন। এই ধরনের উদ্ভট কথাবার্তা এবং অনাকাঙ্ক্ষিত কথাবার্তা ও উদ্ভট চিন্তাভাবনা যার রয়েছেন আমরা স্টিল উনাদের পদত্যাগ চাচ্ছি না।

পাটওয়ারী বলেন, আমরা শাপলার ক্ষেত্রে আমরা অনড় আছি। অনড় থাকবো। কারণ এটা অধিকার। যেটার আইনি প্রতিবন্ধকতা নাই। রাজনৈতিক প্রতিবন্ধকতা নাই। কোথাও প্রতিবন্ধকতা নাই। তাহলে এটা করতে সমস্যা কোথায়? আমরা তাদের আজকে বলেছি। ইসি যদি কোথাও থেকে প্রেসার ফিল করেন বা কেউ ইসিকে চাপ দিয়ে থাকে তাহলে এনসিপিকে জানানোর আহ্বান রইল। আমরা আপনাদের সঙ্গে কোনো কিছু বলবো না, আমরা তাদের সঙ্গে রাজপথে মোকাবিলা করব। আমরা কিন্তু কোনো অদৃশ্য শক্তি পেছনে রেখে আপনি প্রেসারটা নিয়েন না। আপনি এমনি অসুস্থ মানুষ, আপনি এ ধরনের প্রেসার সহ্য করতে পারবেন না। তারপরও উনি চুপ ছিল, যেহেতু ব্যাখ্যা দিতে পারেন নাই।

এসআর/এসএম