চট্টগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

শনিবার (১ নভেম্বর) দুপুরের পর থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নগরের পাঁচলাইশ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

গ্রেপ্তার ওই নেতা সালাউদ্দিন আহমেদ সওদাগর ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রামের বাকলিয়া থানার সভাপতি ।

এর আগে শনিবার সকালে গ্রেপ্তারের খবর পেয়ে থানার সামনে জড়ো হতে থাকেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। পরে দলটির নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান জানান, দলটির নেতারা থানায় এসেছিলেন। পরে ওনাদের বুঝিয়ে-শুনিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ছাড়া আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

থানার সামনে বিক্ষোভের সময় নেতারা দাবি করেন, ব্যবসায়িক বিরোধ নিয়ে একটি পক্ষ ইসলামী আন্দোলনের নেতা সালাউদ্দিন আহমেদকে মিথ্যা মামলায় জড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মে মাসে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় সালাউদ্দিন আহমেদকে আজ গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে বিকেলে ওই নেতাকে আদালতে পাঠানো হয়।

আরএমএন/বিআরইউ