বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন। তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমেই জুলাই সনদে রাজনৈতিক দলের সম্মতি চলে এসেছে। সবশেষ রাষ্ট্রপতি জুলাই সনদের আদেশ জারি করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে। কিন্তু গণভোট আয়োজনে গণমানুষের দাবি উপেক্ষিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত প্রচার মিছিলের আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, অর্থ সাশ্রয়ের নামে জাতির ভবিষ্যৎ নির্ধারণে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রে সংঘর্ষ হলে ওই আসনের পুরো নির্বাচন বাতিল করার এখতিয়ার কমিশনের রয়েছে। এক্ষেত্রে গণভোটও বাতিল করতে হবে। এতে অর্থ সাশ্রয় হবে না বরং এক কাজে দুইবার অর্থ খরচ হবে। কারণ একবার ভোট বাতিল করে আবার ভোট আয়োজন করতে গেলে ডাবল অর্থ খরচ হবে।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগসহ তাদের শরিক ১৪ দলের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রকামী ও শান্তিপ্রিয় সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া যায় না, যাবে না। এরা দেশ ও জাতির দুশমন। আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, আর তাদের শরিক জাতীয় পার্টিসহ ১৪ দলকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগণ উদারতার পরিচয় দিয়েছে, কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল।

নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি উপস্থিত যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী তরুণ-যুবসমাজকে সঙ্গে নিয়ে জাতিকে একটি কল্যাণ ও মানবিক নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে চায়। জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনকে বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশ উপস্থাপন করতে চায়।

তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে- স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান। 

জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান ও মহানগর কর্মপরিষদ সদস্য পল্টন থানা আমির (ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব) শাহীন আহমেদ খান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মুতাছিম বিল্লাহ, রমনা থানা আমির মো. আতিকুর রহমান, শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো. সরোয়ার, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুরুদ্দিনসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সব সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা।

জেইউ/জেডএস