জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায় যতক্ষণ পর্যন্ত কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র-জনতা ও মঞ্চ ২৪ মাঠে থাকবে বলে জানিয়েছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের  প্রতিক্রিয়ায় ফাহিম ফারুকী এ মন্তব্য করেন।  

রায় ঘিরে দুপুর ১২টার আগে থেকেই অপেক্ষায় ছিলেন তারা। 

ফাহিম ফারুকী বলেন, আবু সাইদের বাংলাদেশে আজকের পর থেকে কোনো দেশের আধিপত্যকে আমরা প্রশ্রয় দেবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে শেখ হাসিনার রায়ের জন্য শুকরিয়া আদায় করছি। অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই সকল খুনিদের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর নির্যাতন, মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত শেখ হাসিনার ফাসির রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বিচারের যে সংস্কৃতি, সেদিকে প্রবেশ করছে। শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে শহীদ পরিবারগুলো, আহত-পঙ্গু পরিবারগুলোর দাবি পূরণ হলো এবং শেখ হাসিনাকে অতি দ্রুত ফাঁসির দড়িতে ঝুলানোর মধ্য দিয়ে আবু সাঈদ-ওয়াসিমের যে বাংলাদেশ, সে বাংলাদেশের অগ্রযাত্রা আমরা দেখতে চাই। 

তিনি আরও বলেন, এই রায়কে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং আমরা দ্রুত সময়ের মধ্যে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনা এবং প্রত্যেকে যারা জড়িত, তাদের দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানাচ্ছি। আমরা স্পষ্ট বলছি, এই রায়ের পর থেকে খুনি শেখ হাসিনার কোনো বক্তব্য, অডিও, ভিডিও আমরা কোনো গণমাধ্যমে দেখতে চাই না।

মঞ্চ চব্বিশ–এর আহ্বায়ক বলেন, দিল্লিতে নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে অন্তর্বর্তীকালীন সরকার যেন স্পষ্টভাবে জানিয়ে দেয়— ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ সভাপতির কোনো বক্তব্য বা বার্তা প্রচার করা যাবে না এবং তা দ্রুত কার্যকর করতে হবে। আয়না ঘরে এবং সারা দেশে হাজারো মানুষের প্রতি যে নির্যাতন ও অত্যাচার চালানো হয়েছিল, তার বিচার এখন নিশ্চিত হয়েছে এবং ভবিষ্যতে এসব অপরাধের প্রতিটিই বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের যেসব ব্যক্তি এখনো বিভিন্ন স্থানে সক্রিয় আছেন, তাদেরও একে একে বিচারের মুখোমুখি করতে হবে। 

তিনি কাদের সিদ্দিকীকে ‘পতিত ব্যক্তি’ আখ্যা দিয়ে বলেন, আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে তাকেও হত্যাকাণ্ড–সংক্রান্ত মামলাগুলোর বিচারের মুখোমুখি করা উচিত।

এমএইচএন/এনএফ