ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ।

শুক্রবার (২১ নভেম্বর) এক বার্তায় তিনি এ কথা বলেন। বার্তায় ভূমিকম্পে নিহতের রুহের মাগফেরাত কামনা ও আহতের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ইউনুস আহমদ বলেন, ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ যা আল্লাহর সিদ্ধান্তে সংঘটিত হয়। আমাদের ভূমিকম্প পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি থাকা দরকার। কিন্তু বাংলাদেশের প্রস্তুতির বিবরণ আশঙ্কাজনক। বিশেষ করে ঢাকা নগরের পরিকল্পনার ঘাটতি, বিল্ডিং কোড অনুসরণ না করা, পর্যাপ্ত রাস্তা ও খোলা জায়গা না রাখাসহ সামগ্রিকভাবে ঢাকাকে মরণফাঁদে পরিণত করা হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার দ্রুততার সঙ্গে দুর্যোগ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

ওএফএ/এমএন