বিমান দুর্ঘটনা
মাইলস্টোনে হতাহত শিক্ষার্থী পরিবারের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ডা. শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
জামায়াত আমির তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি তাদের ধৈর্য ধরার পরামর্শ দেন এবং তাদেরকে সান্ত্বনা দেন। জামায়াতের পক্ষ থেকে তাদের যথার্থভাবে সাহায্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং তাদের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী-শিক্ষক হতাহত এবং দগ্ধ হন।
জেইউ/বিআরইউ