নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য ৩টা দল আজ এখানে হাত মিলিয়েছি : মঞ্জু
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, আমরা জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার প্রত্যাশা এবং জুলাই অভ্যুত্থানের ভিত্তিতে বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক দিশা দেওয়ার জন্য তিনটা দল আজ এখানে হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তিন দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ ঘোষণা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আজ আমরা আসলে একটা নতুন যাত্রার ঘোষণা করার জন্য এখানে এসেছি। এটা এমন না যে, আমরা সবকিছু গুছিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বরং বলতে পারেন যে, আমরা অনেক চেষ্টার পর একটা উদ্যোগের সাহসের জায়গায় দাঁড়িয়ে আজ আপনাদের সামনে আমরা ঘোষণা করছি।
মঞ্জু বলেন, আমরা একটা প্রয়াস নিয়েছিলাম, গণঅভ্যুত্থান যেটা হাজারো প্রাণের বিনিময়ে শত সহস্র অগণিত মানুষের রক্তের বিনিময়ে হয়েছে, যে গণঅভ্যুত্থানের বিনিময়ে আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখছি, একটা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মনে জাগ্রত হয়েছে, সেই অভিপ্রায় জাগ্রত রাখা, সেই অঙ্গীকারে আবদ্ধ একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনার স্বপ্ন, চিন্তা আমরা যারা দেখছি, আমাদের ইচ্ছা জাগ্রত হয়েছে। অনেকেই আমাদেরকে আবেদন জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন, সেরকম একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখার জন্য আমরা যাতে একতাবদ্ধ হই। একটি কঠিন সংগ্রামের মধ্য দিয়ে আকস্মিকভাবে এত বড় একটি সংগ্রামের পর রাষ্ট্রটাকে আমরা যেভাবে চেয়েছিলাম, আপনারা জানেন নানা কারণে আমাদের চিন্তা, আশা এগুলো ভঙ্গ হয়েছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, তরুণদের কাছে, নতুনদের কাছে, আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাও নানা কারণে বাধাগ্রস্ত হয়েছে। আমরা যারা নতুন রাজনীতি করতে এসেছি, আমরাও নানাভাবে নানা মানুষের আচরণে কষ্ট পেয়েছি। কখনো কখনো আমরাও দিশা হারিয়েছি। আমাদের এই নতুনদের কর্মকাণ্ড অনেকের কাছে সমালোচিত হয়েছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, পুরাতন রাজনীতির ব্যাপারে এ দেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। পুরোনো রাজনীতির যেই কালিমা একে অপরের বিষোদগার, একে অপরের পোস্টার ছেঁড়া, একে অপরের মিছিলে হামলা করা, বাধা দেওয়া, গুম, খুন বা সন্ত্রাস, নৈরাজ্য– এগুলো থেকে উঠে আসার উপায় কী? আমরা যখনই নতুন রাজনীতির কথা বলি, আমরা দেখি যে আমরা সেখানেও সকলের সাহায্য পাই না, উৎসাহ পাই না। এটা সত্য যে আমাদেরও ভুল আছে।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, আমাদেরও ভুল, ত্রুটি আছে এবং আমরাও অনেকে ভুল করেছি। আমরা ভুল-ত্রুটি সবকিছু শুধরে নতুন করে চলতে চাই। এই অনুপ্রেরণা এবং আশা থেকেই আমরা একটা আহ্বান জানিয়েছিলাম। আপনারা অনেকেই জানেন, আমরা অনেকদিন থেকে চেষ্টা করছি এই নতুন রাজনৈতিক বন্দোবস্তে যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে, তারা যাতে একমত হতে পারি, এক হতে পারি। নানা প্রচেষ্টা আমরা চালিয়েছি। আমরা যে খুব বেশি সফল হয়েছি, এটা আমরা বলব না। তবে আমরা যাত্রা শুরু করছি।
এসময় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএসএইচ