ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া, ওসমান হাদির খুনের সঙ্গে জড়িত ঘাতক, ঘাতকের সহযোগী এবং পরিকল্পনাকারী সবাইকে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানায় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সংগঠনের সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মো. নাজমুচ্ছাকিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আপসহীন যুবক এবং সাংস্কৃতিক আন্দোলনের দক্ষ সংগঠক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গভীরভাবে শোকাহত। আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের সহযোদ্ধা ওসমান হাদীকে, যিনি স্বৈরাচারবিরোধী সংগ্রামে নিজেকে নিবেদিত করেছিলেন। গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক স্বকীয়তা রক্ষার লড়াইয়ে তিনি ছিলেন সদা জাগ্রত। রাজপথের আন্দোলনের পাশাপাশি সাংস্কৃতিক পরিসরেও তার সক্রিয় ভূমিকা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধকে শক্তিশালী করেছে। রাজনৈতিক ফ্যাসিবাদের পতনের পরে তিনি সাংস্কৃতিক ফ্যাসিবাদকে পরাজিত করতে দীর্ঘ সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন।

এতে বলা হয়, পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে তার জীবনপ্রদীপ নিভে গেলেও, তার আদর্শ ও সংগ্রামের চেতনা অম্লান থাকবে। ছাত্রদল বিশ্বাস করে, শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগ আমাদের আগামী দিনের সকল গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনে প্রেরণার উৎস হয়ে থাকবে।

হাদি হত্যায় জড়িতদের শাস্তি দাবি করে বলা হয়, আমরা শহীদ ওসমান হাদির খুনের সঙ্গে জড়িত ঘাতক, ঘাতকের সহযোগী এবং পরিকল্পনাকারী সকলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। গণ-অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানাচ্ছি। আমরা শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহর নিকট তার জন্য জান্নাতুল ফেরদৌসের প্রার্থনা করছি।

শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিশেম্বর) রাত পৌনে ১০টায় শাহাদাত বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমএসএ