ষড়যন্ত্র প্রতিহতে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
দেশের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটি বলেছে, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায়। এই ষড়যন্ত্র প্রতিহতে এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক ও নৈরাজ্যবিরোধী রাজনৈতিক-সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞাপন
এতে জানানো হয়, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় অকাল মৃত্যুবরণ করেছেন। বিএনপির স্থায়ী কমিটি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে এর তীব্র ঘৃণা ও নিন্দা জানায়। একই সঙ্গে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
স্থায়ী কমিটির সভায় বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারসহ কয়েকটি পত্রিকার কার্যালয়ে একদল উচ্ছৃঙ্খল মানুষ অগ্নিসংযোগ করেছে। এতে কর্মরত সাংবাদিকদের জীবন ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এছাড়া সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলনসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম সাহসী ব্যক্তিত্ব নূরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করে বিএনপি। ছায়ানটসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার বিষয়টিতেও উদ্বেগ জানানো হয়।
বিএনপির স্থায়ী কমিটি মনে করে, এসব ঘটনা প্রমাণ করে একটি পুরোনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। অনেক রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে তারা দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে। আরও অভিযোগ করা হয়, সরকারের নাকের ডগাতেই এসব তৎপরতা চলছে এবং জনগণের মতে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়। ফলে দেশে-বিদেশে সরকারের তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে এ ধরনের ন্যাক্কারজনক হামলার ঘটনা আগামী জাতীয় নির্বাচন তথা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলে মনে করে বিএনপি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সব দল চাপ সৃষ্টি করে চলেছে। এমতাবস্থায় ষড়যন্ত্র প্রতিহতে সব রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।
বিএনপির স্থায়ী কমিটি আহ্বান জানিয়ে বলে, ‘যে ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও জাতীয় নির্বাচন আদায় করেছি, তারই ধারাবাহিকতায় আমরা সকল দেশপ্রেমিক শক্তিকে আজ আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’
সভায় সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—খুলনা ও চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন কার্যালয় ও বাসভবনে হামলা, প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকা ও রাজশাহীর কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ, ধানমন্ডি ৩২ নম্বরে পুনরায় হামলা, ছায়ানট, নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ভাঙচুর এবং উত্তরায় ৩২টি দোকানে অগ্নিসংযোগ।
এছাড়া ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা এবং চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসভবনসহ সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এএইচআর/বিআরইউ