এনসিপির শ্রমিক নেতাকে গুলি
গুলিবিদ্ধ এনসিপি নেতার সিটিস্ক্যান স্বাভাবিক, খুলনাতেই চলবে চিকিৎসা
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনা ঘটেছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার সিটিস্ক্যান রিপোর্ট ভালো এসেছে এবং আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
কর্তব্যরত চিকিৎসকদের বরাতে ডা. আব্দুল আহাদ বলেন, “চিকিৎসকদের সঙ্গে কথা হয়েছে। সিটিস্ক্যান ভালো আছে। সব ভাইটালস নরমাল। ইনশাআল্লাহ অপারেশনের প্রয়োজন হবে না।”
তিনি আরও বলেন, নিউরোসার্জারি বিভাগের প্রধানের সঙ্গে আলোচনার পর চিকিৎসকরা জানিয়েছেন, খুলনাতেই তার চিকিৎসা চালানো সম্ভব।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাডাঙ্গা এলাকায় অবস্থানকালে হঠাৎ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করেছে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক বিরোধ, সাংগঠনিক দ্বন্দ্ব কিংবা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে কি না— সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে।
টিআই/এসএম