ব্যালটের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে : এলডিপি প্রার্থী এয়াকুব
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) পটিয়া সংসদীয় আসনের মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী বলেছেন, ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন এলে দেখা যায় ব্যাংক লুটপাট করে, ডাকাতি করে, অবৈধ টাকা ইনকাম করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে নোমিনেশন নিয়ে আসলেন, প্রতীক নিয়ে আসলেন। আমরা সেই প্রতীক দেখে ভোট দিয়ে থাকি। বিনিময়ে কী পাই, কিছু আশ্বাস পাই, হয়তো কিছু টাকা পাই। পাঁচশ, এক হাজার, পাঁচ হাজার টাকার জন্য আমরা আমাদের ঈমান, আকিদা, ইনসানিয়াত, মানবিক রাষ্ট্র গঠন করার যে দায়িত্ব সেটা আমরা বিক্রি করে দিই। আসছে নির্বাচনে আমাদের এসব জায়গায় সতর্ক থাকতে হবে।
বিজ্ঞাপন
গতকাল (শুক্রবার) রাতে পটিয়া উপজেলা চরকানায় সফরআলী মুন্সির হাট এলাকায় এক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এয়াকুব আলী আরও বলেন, এলাকায় যিনি মেম্বার হন, চেয়ারম্যান হন তার কাছ থেকে আমাদের চারিত্রিক সনদ নিতে হয়। কিন্তু আমরা একবারও চিন্তা করি না— যাকে মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করবো তার চারিত্রিক বৈশিষ্ট্য কতটুকু আছে। তার মধ্যে ইসলাম ও আল্লাহ এবং রাসুলের (সা:) ভয় আছে কি না। সে দ্বীন সম্পর্কে জানে-বোঝে কি না, সে তরিকা সম্পর্কে বোঝে কি না, সেটাও আমাদের আগে চিন্তা করতে হবে।
বিজ্ঞাপন
এয়াকুব আলী বলেন, ২৪-এর জুলাই-আগস্টের আন্দোলনে আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, এরপর যারা রাষ্ট্রের দায়িত্বে বসেছে, ড. ইউনূস ক্ষমতায় থাকা অবস্থায় দেশে তরিকতের ওপর, মাজারের ওপর, সারা বাংলাদেশে হামলা হচ্ছে। সেটার জন্য আমাদের একসাথে প্রতিবাদ করতে হবে, সে যেই হোক না কেন।
আরএমএন/এনএফ