গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক হাসান মামুন
মো. রাশেদ খান পদত্যাগ করে বিএনপিতে যোগ দেওয়ার পর গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন হাসান আল মামুন।
রোববার (২৮ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
মামুন এতদিন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আরও পড়ুন
দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, শনিবার রাতে গণঅধিকার পরিষদের নীতিনির্ধারকদের এক ভার্চ্যুয়াল বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত হয়েছে।
বিজ্ঞাপন
বৈঠকে গণঅধিকারের উচ্চতর পরিষদ, নির্বাহী কমিটি ও বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।
এএইচআর/এমজে