খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তারেক রহমান
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে ও খোঁজ খবর নিতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ পরিবারের ঘনিষ্টজনরা।
এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।
বিজ্ঞাপন
সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাত ১২টা ২০ মিনিট হাসপাতাল থেকে বের হয়েছেন।
তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও হাসপাতালে আছেন।
বিজ্ঞাপন
এদিকে খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা নিয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেনর গণমাধ্যমের সামনে কথা বলবেন জানান শায়রুল কবির।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এএইচআর/এমএসএ