বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাসদের শোক প্রকাশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বার্তায় সংগঠনের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ৮০ দশকে সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে তথা ৯০ ও ২৪ এর গণঅভ্যুত্থানে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও আপসহীন ভূমিকা দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
বিজ্ঞাপন
বার্তায় তিনি শোককে শক্তিতে পরিণত করে গণতন্ত্র, ভোটাধিকার ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তথা মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানের গণ আকাঙ্খা পূরণে সংগ্রাম জারি রাখার জন্য বিএনপির সব নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ওএফএ/এমএন
বিজ্ঞাপন