সিলেট-৫ আসনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ালেন মো. নুরুজ্জামান
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো. নুরুজ্জামান জামান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) এক বার্তায় জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উদ্দেশে তিনি এ ঘোষণা দেন। নুরুজ্জামান জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জিএস এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ’২৪-এর গণঅভ্যুত্থানে মিডিয়া ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। বিগত ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৪ বছর ৫ মাস তিনি প্রবাসে কাটাতে বাধ্য হন। দেশে ফেরার পর এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে বিএনপি জোট গঠনের লক্ষ্যে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ায় লের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নুরুজ্জামান জামান বলেন, ব্যক্তির চেয়ে দল বড় আর দলের চেয়ে দেশ– ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। নির্বাচন না করলেও আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের অধিকার আদায়ে আজীবন পাশে থাকব।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, সাম্য, ন্যায়বিচার ও একটি গণতান্ত্রিক, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে একজন নাগরিক হিসেবে মিডিয়ায় তার কার্যক্রম এবং টকশো ও কলাম লিখনীর মাধ্যমে জনমানুষের কথা বলা অব্যাহত থাকবে।
তার এ সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও দলের প্রতি তার এই ত্যাগকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন।
এসএসএইচ