দুর্বৃত্তের গুলিতে নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহ নয়া-পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আনা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাদ জোহর ২টায় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত সময় রয়েছে। 

জানা গেছে, জানাজা নামাজ শেষে তার মরদেহ তার বাসভবনে নেওয়া হবে। সেখান থেকে পরে কাওরান বাজারে বাদ আছর দ্বিতীয় জানাজার শেষে দাফন করার কথা রয়েছে।

এমএম/এমএসএ