শহীদ ওসমান হাদির ওপর হামলার একমাস ও খুনিদের বিচারের দাবিতে আধিপত্যবাদ বিরোধী পদযাত্রা করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৯ জানুয়ারি) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে বিকেল ২টা ৪০ মিনিটে পদযাত্রা বের হয়। পরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় পদযাত্রা অংশ নেওয়া নেতা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তার মধ্যে রয়েছে, ‌‌‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘রক্ত বন্যা, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জেগেছে জেগেছে, ছাত্র আন্দোলন জেগেছে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকায়’, ‘গোলামি না আজাদি, আজাদি’, ‘তুমি কে, আমি কে, হাদি হাদি’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’।

এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাসীর আহমাদ, সহ সভাপতি, হোসাইন ইবনে সরওয়ার, ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান হোসেন ইমন, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোস্তফা হোসাইন, ঢাকা পূর্ব শাখার সহ সভাপতি মাইনুল ইসলাম ঢাকা পশ্চিম শাখার সহ সভাপতি এইচ এম হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমুখ।

এমএসআই/এমএন