দলের ‘সবুজ সংকেত’ পাওয়ার দাবি বিএনপির গিয়াস কাদেরের
চট্টগ্রামের রাউজান আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে দলের ‘সবুজ সংকেত’ পাওয়ার কথা বলেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে নগরীর গুডস হিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘আরে সবুজ সংকেত দিইয়ে (হাইকমান্ড থেকে আমাকে সবুজ সংকেত দিয়েছে)।’
বিজ্ঞাপন
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে লড়তে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের (বর্তমানে দলীয় পদ স্থগিত) ছাড়াও দলটির চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে মনোনয়ন দিয়েছিল। বাছাইয়ে দুইজনের মনোনয়নপত্রই বৈধ হয়েছে। ফলে এখন দলকে সিদ্ধান্ত দিতে হবে, কে হবেন চূড়ান্ত প্রার্থী।
গণপ্রতিনিধিত্ব আদেশে দলীয় প্রার্থী প্রত্যয়নের ক্ষেত্রে বলা হয়েছে, রাজনৈতিক দল মনোনীত প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট দলের প্রত্যয়নপত্র মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। এক আসনে এক দলের একাধিক প্রার্থী থাকতে পারে, বাছাইয়ে বৈধ হলেও প্রার্থিতা প্রত্যাহারের আগেই একজনকে চূড়ান্ত করতে হবে সংশ্লিষ্ট দলকে।
বিজ্ঞাপন
বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও গিয়াস কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, একেবারে হাইয়েস্ট লেভেল থেকে বলেছেন, ‘আপনি এগিয়ে যান’।
রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গিয়াস কাদের বলেন, রাউজান এখনও ফ্যাসিস্ট মুক্ত হতে পারেনি। রাউজানে ৯০ ভাগ নিহত হয়েছে ফ্যাসিস্টের হাতে। কতিপয় ব্যক্তি রাউজানে তাদের আশ্রয় দিয়েছে। জাতীয়তাবাদী আদর্শের কেউ ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে পারে না।
আরএমএন/এমএন