বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাদের সমাধিস্থলে এ শ্রদ্ধা জানানো হয়।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ করেন তারা। এ সময় মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন সকাল থেকেই জিয়া উদ্যানে আসতে থাকেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতেই এ কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপির এই অঙ্গসংগঠনটি। এরপর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে তাদের।

এদিকে, বেলা ১১টার পর ঢাকা-৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খিলগাঁও, মুগদা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

এছাড়া আজ সকালেও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া অব্যাহত রেখেছে ওলামা দল।

এমআরআর/এমএন