স্বাধীনতার ৫০ বছরে কর্মসূচি পালন করবে এবি পার্টি
এবি পার্টির সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সভা
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে ৫০ দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এবি পার্টি। কর্মসূচি বাস্তবায়নে ৩৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে দলটি।
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে এবি পার্টির সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দলের কার্যক্রম পর্যালোচনা, জেলা-উপজেলা কমিটি গঠন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনসহ দলের নীতি নির্ধারণী বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
সভায় এবি পার্টির আহ্বায়ক সোলায়মান চৌধুরী বলেন, মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আমরা ৫০ দিনব্যাপী কর্মসূচি পালন করবো। এজন্য কমিটিও গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোভিড-১৯ আক্রান্ত পৃথিবীতে অন্যরকম এক লড়াই চলছে। এটা শুধু ভাইরাসের সঙ্গে মানুষের যুদ্ধ নয়। এ যুদ্ধ অর্থনৈতিক, রাজনৈতিক এমনকি আন্তর্জাতিক ও ভৌগলিক। বর্তমান সরকার অবৈধতা ও দুর্নীতির ভাইরাসে আগেই আক্রান্ত ছিল। ফলে করোনা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই। ভ্যাকসিন প্রসঙ্গে তারা যে লেজে-গোবরে পরিস্থিতি তৈরি করেছে, এতে জনগণ দারুণভাবে উৎকণ্ঠিত।
বিজ্ঞাপন
সভায় উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আবু হেনা এরশাদ হোসেন সাজু, জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম-সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সরকারী সদস্য সচিব নাজমুল হুদা অপু, আব্দুল বাসেত মারজান ও আনোয়ার সাদাত টুটুল প্রমুখ।
এএইচআর/এমএইচএস