কাফি খান

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারি ও ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের জনপ্রিয় সংবাদ পাঠক, সাংবাদিক, নাট্য ও চলচ্চিত্র শিল্পী কাফি খানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২ জুন) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, মরহুম কাফি খান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একদিকে সাংবাদিকতা, অন্যদিকে সাংস্কৃতিক অঙ্গনসহ সবখানেই তার অসামান্য প্রতিভা তাকে এক স্বতন্ত্র মাত্রা দান করেছিল।

মির্জা ফখরুল বলেন, বিচক্ষণতা ও সফলতার সাথে তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রেস সেক্রেটারির গুরু দায়িত্ব পালন করেন। তিনি জিয়াউর রহমানের সাথে দেশি-বিদেশি গণমাধ্যম ও সাংবাদিকদের নিবিড় যোগাযোগ ও সেতুবন্ধন রচনায় অগ্রণী ভূমিকা পালন করেন। শুধু গণমাধ্যম নয়, দেশীয় সংস্কৃতির বিকাশ ও জাগরণ সৃষ্টির লক্ষ্যে সেসময় তিনি নেপথ্যচারীর ভূমিকাও পালন করেছিলেন। তার মৃত্যুতে জাতি সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র হারাল।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সতীর্থ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুলাই) যুক্তরাষ্ট্রে কাফি খান ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। 

এএইচআর/এইচকে