অক্সিজেনের অভাবে মৃত্যু মানুষ হত্যার শামিল : জেএসডি
শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক। এ মৃত্যু মানুষ হত্যার শামিল। এমনটাই বলছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
রোববার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। বিবৃতিতে সই করেন, দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।
বিজ্ঞাপন
বিবৃতিতে নেতারা বলেন, উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় মেগা প্রজেক্ট, সীমাহীন দুর্নীতি, রাষ্ট্রীয় সম্পদের বিপুল অপচয় এবং লাখ কোটি টাকা পাচারের তীর্থভূমির দেশে করোনায় বিনা চিকিৎসায় মৃত্যু অগ্রহণযোগ্য।
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে থেকে মানুষের অবিরাম মৃত্যু সরকারের বিবেককে জাগ্রত করেনি। অথচ এখনও মুখে উন্নয়নের ফুলঝুরি আর আত্মতুষ্টির বাগাড়ম্বরে সরকারকে সয়লাব দেখা যায়। করোনা মহামারিকালে পরপর দুটি বাজেটের একটিতেও জেলায় জেলায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত এবং আইসিইউ স্থাপনে কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ নিষ্ঠুর নির্মমতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিজ্ঞাপন
নেতারা বলেন, উন্নয়নের রোল মডেল বাংলাদেশে শুধু অক্সিজেন এবং আইসিইউর অভাবে প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। পরিকল্পনাহীনতা এবং অদূরদর্শিতায় এসব মূল্যবান জীবনের মৃত্যুর দায় সরকারকে অবশ্যই বহন করতে হবে। সরকার যদি হাসপাতালগুলোতে শুধুমাত্র অক্সিজেন এবং আইসিইউর ব্যবস্থা নিশ্চিত করত, তাহলে অনেক মূল্যবান জীবন রক্ষা করা যেত। সরকারের কাছে রাষ্ট্রের নাগরিকের জীবন সুরক্ষার চেয়ে উন্নয়নের ডামাডোল প্রচার করাই বেশি গুরুত্ব পেয়েছে। এখন পর্যন্ত ৫২ শতাংশ হাসপাতালে আইসিইউ সুবিধা নেই। ৩৫টি জেলা সদর হাসপাতালে আইসিইউ নেই। চারিদিকে অক্সিজেন সংকটে মানুষের মৃত্যু হচ্ছে।
বিবৃতিতে জেএসডির শীর্ষ দুই নেতা বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর আগে থেকেই সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হলেও সরকার স্বাস্থ্য খাতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবদিক দিয়ে প্রস্তুত বলে ফাঁকা আশ্বাসে জাতিকে স্রেফ ধোঁকা দিয়েছে। সরকার যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসায় একেবারেই অপ্রতুল। ফলে প্রয়োজন আছে এমন অনেক রোগী সময় মত আইসিইউ পাচ্ছেন না। আইসিইউর অপেক্ষা করতে করতে অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। শুধুমাত্র অক্সিজেনের অভাবে মৃত্যু জাতির জন্য বেদনাদায়ক ও লজ্জাজনক। এ মৃত্যু মানুষ হত্যার শামিল।
তারা বলেন, করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ধরন দ্রুত সংক্রমণের মধ্য দিয়ে দেশ যখন বিপজ্জনক পর্যায়ে উপনীত তখনও সরকার মানুষের জীবন সুরক্ষার সর্বোচ্চ গুরুত্ব প্রদান না করে উন্নয়নের নাটক নিয়ে ব্যস্ত রয়েছে। মহামারিতে আমরা খুব বিপজ্জনক একটা সময়ে রয়েছি। বিশেষ করে ডেল্টা ধরন বিপজ্জনক হিসেবে আবির্ভূত হয়েছে।
বিবৃতিতে নেতারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা বিবেচনায় করোনা নিয়ন্ত্রণে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণ করতে হবে। চলমান বিপজ্জনক পরিস্থিতি বিবেচনা করে সম্ভাব্য তৃতীয় ও চতুর্থ ঢেউ মোকাবিলা করে জনগণের জীবন রক্ষার লক্ষ্যে অবিলম্বে সব হাসপাতাল, জেলা সদর ও উপজেলা হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ এবং আইসিইউ স্থাপন করতে হবে। প্রয়োজনে মেগা প্রজেক্ট থেকে অর্থ প্রত্যাহার করে স্বাস্থ্য খাতে দিতে হবে। নিরন্ন মানুষকে খাদ্য দেওয়া এ মুহূর্তে জরুরি।
এইউএ/আরএইচ