বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, করোনা রোগীর জন্য অক্সিজেন নিশ্চিত করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। আর এ ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সোমবার (৫ জুলাই) এক বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, গত কয়েক দিনে সাতক্ষীরা, বগুড়া, খুলনাসহ দেশের বিভিন্ন জেলা সদরের হাসপাতালে অক্সিজেন সরবরাহের ঘাটতি, হাই-ফ্লো নেজাল ক্যানোলার অভাব, সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা না থাকায় এসব মৃত্যু ঘটেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে খবর প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে যখন সুবর্ণজয়ন্তী উদযাপন করছে সরকার, তখন দেশের প্রত্যেক জেলা সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও হাই-ফ্লো নেজাল ক্যানোলা না থাকা কোনভাবেই মেনে নেওয়া যায় না। 

তিনি আরও বলেন, গত দেড় বছর ধরে যখন সারা দেশে করোনা মহামারি চলছে। করোনা রোগীর প্রধান প্রতিরক্ষা যেখানে অক্সিজেন, সময় পেয়েও সেটা নিশ্চিত করতে না পারাটা সরকারের চরম ব্যর্থতা। আর এ ব্যর্থতার জন্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

এইউএ/আরএইচ