দুর্নীতি আর দুর্বৃত্তায়নের কারণে রাজনীতি ক্রমান্বয়ে জনগণের আস্থা হারাচ্ছে। সুবিধাবাদি আর লুটেরারা এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে। ফলে জাতীয় সঙ্কট মোকাবিলায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হচ্ছে না।

আজ শুক্রবার সকালে নয়াপল্টন যাদু মিয়া মিলনায়তনে সাবেক মন্ত্রী আনোয়ার জাহিদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। ‘জননেতা আনোয়ার জাহিদ স্মৃতি সংসদ’ অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে অংশ নিয়ে বিএলডিপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম. নাজিমউদ্দিন আল আজাদ বলেন, এখন রাজনীতিবিদরা পরিহাসের পাত্রে পরিণত হয়েছেন। দলীয় বিবেচনায় তাদের অসম্মানিত করা হচ্ছে। যা জাতির জন্য কল্যাণকর নয়। উজান স্রোতের যাত্রী জননেতা আনোয়ার জাহিদ দেশের রাজনীতির ইতিহাসে এক ধ্রুবতারার নাম। নীতিহীন রাজনীতির যুগে তিনি ছিলেন অনুকরণীয়।

বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বলেন, আনোয়ার জাহিদের মতো মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিকদের ব্যবহার করে যারা ছুড়ে ফেলে দিয়েছে, সময় তাদের ক্ষমা করেনি। তারাই আজ পদে পদে অপমানিত হচ্ছেন। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষের কঠোর সমালোচনা করলেও কারও সর্ম্পকে কটূক্তি করতেন না।

স্মৃতি সংসদের সভাপতি ও এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেবার পার্টির একাংশের চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, রিপাবলিকান পার্টির চেয়ারম্যান অধ্যাপক বাজলুর রহমান আমিনী, বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক মো. কামাল ভুইয়া প্রমুখ।

এএইচআর/এনএফ