বিএনপি কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন অসুস্থ। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তার ইউনাইটেড হসপিটালে চিকিৎসার জন্য ভর্তি হওয়ার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, আসাদুজ্জামান রিপন হঠাৎ বুকের ব্যথা অনুভব করায় ডাক্তারের পরামর্শে আজ তিনি হাসপাতালে ভর্তি হবেন।

শায়রুল কবির আরও জানান, আগামীকাল (শনিবার) তার হার্টের রক্তনালী পরীক্ষা করার শিডিউল রয়েছে। তিনি দেশবাসীর মাধ্যমে মহান আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন।

এএইচআর/এসএসএইচ