আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে আ.লীগ
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, তারা (বিএনপি) নাকি সেপ্টেম্বরের মধ্যে রাস্তায় নামবে। তারা রাস্তায় নামুক, আমাদের কোনো আপত্তি নেই। রাস্তায় নেমে কথা বলুক তাতেও আপত্তি নেই। কিন্তু রাস্তায় নামার নামে যদি মানুষের গাঁয়ে আগুন দেওয়া হয়, গাড়িতে আগুন দেওয়া হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করার অপচেষ্টা করা হয়। তাহলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী প্রতিরোধ গড়ে তুলবে। তাদের (বিএনপি) ঘর থেকে বের হতে দেওয়া হবে না। ঘরেই থাকতে হবে।
সোমবার (৩০ আগস্ট) রাজধানীর কাপ্তানবাজারে ঢাকার কিশোরগঞ্জ আঞ্চলিক ব্যবসায়িক সমিতির আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
এস এম কামাল হোসেন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন দিলেন, শুভেচ্ছা দিলেন। অনেকেই সরাসরি এসেছেন। যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিল। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে উজ্জ্বল দৃষ্টান্ত।
আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, এখন তালেবান ক্ষমতায় এসেছে, আর মির্জা ফখরুলরা খুশি হয়ে বিবৃতি দিচ্ছেন, তাদের বুদ্ধিজীবীরা বিভিন্ন কথা বলছেন। শেখ হাসিনার বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, তাদের ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে।
বিজ্ঞাপন
ঢাকার কিশোরগঞ্জ আঞ্চলিক ব্যবসায়িক সমিতির সভাপতি ইয়াছির ইলিয়াস রাসেলের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মন্নাফী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী।
উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি সাজেদা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম, মারুফ আহমেদ মুনসুর, মোহাইমান বয়ান, অপু বড়ুয়া, সিরাজুম মনির টিপু, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলো, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান ঈমন, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ৩৯ কাউন্সিলর মো. রোকন উদ্দিন আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর নাসরিন আহমেদ, শাহীনুর আক্তার প্রমুখ।
এইউএ/এসকেডি