বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় বৃক্ষরোপণ কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করতে তিনি সব শ্রেণিপেশার মানুষের প্রতি আহ্বান জানান তিনি। বিএসএমএমইউ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণের জন্য সংগঠনকে ধন্যবাদ জানান উপাচার্য। 

সভাপতিত্বর বক্তব্যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের পথচলা। তিনি সব নেতাকর্মীকে তিনটি করে বৃক্ষরোপণ করার আহ্বান জানিয়েছেন। জেলা উপজেলা মহানগরে বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। জেলা এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তত্ত্বাবধান করবেন। যে জেলায় বেশি বৃক্ষরোপণ করবে তাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে, এ বছর আমরা ১০ লাখ বৃক্ষরোপণ করার জন্য বলেছি। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কাজের কম্পিটিশন থাকতে হবে। কর্মের মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগ প্রমাণ করেছে, স্বেচ্ছাসেবক লীগ পারে, আগামী দিনেও পারবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবাদী আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করছেন। তিনি ঝুঁকিপূর্ণ ৪৪টি দেশের প্রতিনিধিত্ব করছেন। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে জাতিসংঘে তিনি কাজ করে যাচ্ছেন। জলবায়ু সম্মেলনে সারা পৃথিবীর তাপমাত্রা ১.৫ এর মধ্যে রাখার দাবি করেছেন বিশ্বনেতা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ন্যূনতম তিনটি করে বৃক্ষরোপণ করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার পরিবেশবাদী আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান আফজালুর রহমান বাবু।

বজ্রপাতে মানুষের মৃত্যু ঝুঁকি কমাতে উঁচু বৃক্ষরোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃক্ষরোপণ উৎসবে পরিণত হয়েছে।

এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডা. আতিকুর রহমান, ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, সহযোগী অধ্যাপক ডা. নাজিরউদ্দিন মোল্লা, সংগঠনের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহমদ উল্লাহ জুয়েল, উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাজীব মজুমদার রাজু, কার্যনির্বাহী সদস্য ডা. রাজীব কুমার সাহা।

আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন, সালেহ মোহাম্মদ টুটুল, সৈয়দ নাসির উদ্দিন, কাজী মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান মাহবুব, মেহেদী হাসান মোল্লা, দফতর সম্পাদক আজিজুল হক আজিজ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমেদ, ডিজিটাল আর্কাইভ ও পাঠাগার বিষয়ক সম্পাদক এম এ হান্নান, উপ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, উপ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফী এবং কার্যনির্বাহী সদস্য গোলাম রাব্বানী প্রমুখ। 

এইউএ/এসএসএইচ