রোহিঙ্গা ইস্যুকে জিইয়ে রেখে আন্তর্জাতিক যে সুবিধা, পশ্চিমা বিশ্বের কাছ থেকে সরকার সেগুলো নিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান তিনি (প্রধানমন্ত্রী) নিয়ে আসতে পারেননি। আমরা যেটা মনে করি, রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বা সরকার কোনো ইতিবাচক ভূমিকা পালন করেনি। এ সমস্যা সমাধানের কোনো পথও তারা বের করতে পারেননি।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কৃষক দলের নব গঠিত কমিটি গঠন উপলক্ষে শ্রদ্ধা জানানো হয়।  

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে কী অর্জন হয়েছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আমি যেটা লক্ষ্য করেছি, অর্জন একটাই, আরও কীভাবে মিথ্যাচার করা যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যে, তার পুরো বক্তব্যে দেশে যে গণতন্ত্র নেই, মানুষের অধিকারগুলো হরণ করা হয়েছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব উপাদান দরকার, তার প্রতিটিকে ধ্বংস করে দিয়ে এখানে একটি ফ্যাসিবাদি রাষ্ট্র স্থাপন করা হয়েছে। সেই সম্পর্কে এবং কীভাবে দ্রুত সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন, নির্বাচনী ব্যবস্থাকে গণতান্ত্রিক ব্যবস্থা পরিবর্তন করবেন, সেই সম্পর্কে সেখানে তিনি কিছু উল্লেখ করেননি।

জাতিসংঘের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিথ্যাচার করেছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। বিভিন্ন পত্র-পত্রিকায় তার (প্রধানমন্ত্রীর) সম্পর্কে যেসব বক্তব্য এসেছে তা খণ্ডন করার জন্য খালেদা জিয়ার নামে অনেকগুলো নেতিবাচক কথা বলছেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের শুভবুদ্ধির উদয় হবে। একইসঙ্গে সরকার পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করবে বলে আমরা আশা করি।    

আমরা অত্যন্ত আনন্দিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে এই প্রথম একটি অঙ্গ সংগঠনের পূর্ণ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। তার নির্দেশে কৃষক দলের নতুন আংশিক কমিটি গঠিত হয়েছে। আমরা আশাবাদী, কৃষক দলের নতুন যে কমিটি গঠিত হয়েছে তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সারাদেশে কৃষকদের মধ্যে কাজ করতে শুরু করবে, বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, যে ফ্যাসিস্ট দানবীয় সরকার, যারা নির্বাচন না করেই ক্ষমতা দখল করে আছে, তাদের সরিয়ে দিয়ে এবং গণঅভ্যুত্থান গড়ে তুলতে সহায়তা করবে কৃষক দল। আমরা সেটা করতে সক্ষম হব কৃষক দলের নব গঠিত নেতৃত্বের মাধ্যমে।
 
এএইচআর/জেডএস